New VC Of Visva Bharati

বিদ্যুৎ বিদায়ের ১৫ মাস পরে বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য নিয়োগ, দায়িত্ব পেলেন প্রবীর ঘোষ

২০১৮ সালে বিশ্বভারতীর উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরে মাসে তাঁর উপাচার্য পদে মেয়াদ শেষ হয়। তার পর থেকে আর স্থায়ী উপাচার্যের নিয়োগ হয়নি। মঙ্গলবার নয়া উপাচার্য নিয়োগের ঘোষণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২২:৩২
Share:
Visva Bharati

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার প্রবীর ঘোষকে ওই দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তিনি ছত্তীসগঢ়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা আইসিএআরের প্রাক্তন ডিরেক্টর তথা প্রাক্তন উপাচার্য। আগামী পাঁচ বছরের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হল। বস্তুত, বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের প্রায় ১৫ মাস পরে স্থায়ী উপাচার্য নিয়োগ হল বিশ্বভারতীতে।

Advertisement

২০১৮ সালে বিশ্বভারতীর উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরে মাসে তাঁর উপাচার্য পদে মেয়াদ শেষ হয়। তার পর থেকে আর স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি। অন্তর্বর্তী উপাচার্য হিসাবে তার পর দায়িত্ব সামলেছেন সঞ্জয়কুমার মল্লিক। বর্তমানে ওই দায়িত্ব সামলাচ্ছিলেন বিনয়কুমার সোরেন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংবিধানের ৩(৬) ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার উপাচার্য নিয়োগ করল।

২০২৪ সালের অগস্টে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে নিযুক্ত হন অধ্যাপক বিনয়কুমার সোরেন। বস্তুত, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে সেই প্রথম আদিবাসী সম্প্রদায়ের কোনও ব্যক্তি উপাচার্যের আসনে বসেন। আর বিদ্যুতের অবসর গ্রহণের পর তিনি ছিলেন তৃতীয় ভারপ্রাপ্ত উপাচার্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement