Israel Hamas War

‘বহু হামলার মাস্টারমাইন্ড’! ইজ়রায়েলের বোমায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা প্রধান

গত বৃহস্পতিবার দক্ষিণ গাজ়ায় আকাশপথে হামলা চালায় ইজ়রায়েল। তাতেই হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ নিহত হয়েছেন বলে দাবি আইডিএফের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১১:০৫
Share:
ইজ়রায়েলের হানায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ।

ইজ়রায়েলের হানায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইজ়রায়েলের হামলায় নিহত প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ। সম্প্রতি বিবৃতি জারি করে এমনটাই দাবি করেছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তারা জানিয়েছে, ২০ মার্চ দক্ষিণ গাজ়ায় আকাশপথে হামলা চালানো হয়েছিল। হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইজ়রায়েল। তাতেই তাবাশের মৃত্যু হয়েছে। হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন তিনি। বহু হামলার মূলচক্রী বলেও তাঁকে উল্লেখ করেছে আইডিএফ।

Advertisement

ইজ়রায়েলের বিবৃতিতে জানানো হয়েছে, তাবাশ হামাসের নজরদারি এবং নিশানা (টার্গেটিং) ইউনিটেরও প্রধান ছিলেন। খান ইউনিস ব্রিগেডের ব্যাটেলিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থলভাগে হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। মূলত দক্ষিণ গাজ়াতেই তিনি সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে আইডিএফ। ইজ়রায়েলের এই দাবি সম্বন্ধে এখনও কোনও মন্তব্য করেনি প্যালেস্টাইনি গোষ্ঠী।

আইডিএফের বিবৃতিতে দাবি, ২০০৫ সালে গাজ়া স্ট্রিপের গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূলচক্রী ছিলেন তাবাশ। এ ছাড়াও বহু হামলা হয়েছে তাঁর ষড়যন্ত্রে। ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে হামাসের ক্ষয়ক্ষতি বিবেচনা করে সামরিক শক্তি বৃদ্ধি করে চলছিলেন তিনি। গোয়েন্দা বিভাগেও তাবাশের দক্ষতা ছিল। মূলত, তাঁর দক্ষতাকে কাজে লাগিয়েই কিছু কিছু ক্ষেত্রে আইডিএফের হামলা প্রতিহত করতে সফল হয়েছিল হামাস, দাবি ইজ়রায়েলের। তাদের মতে, তাবাশের মৃত্যুর ফলে আগামী দিনে প্যালেস্টাইনি এই গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম আরও সহজ হতে চলেছে।

Advertisement

২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধে মহিলা এবং শিশু-সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। গত জানুয়ারি মাস থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছিল ইজ়রায়েল এবং হামাসের মধ্যে। উভয় পক্ষই তাতে সম্মতি দিয়েছিল। কিন্তু প্রায় দু’মাসের যুদ্ধবিরতিতে ইতি টেনে গত মঙ্গলবার থেকে গাজ়া ভূখণ্ডে আবার হামলা শুরু করে আইডিএফ। টানা তিন দিনের ক্ষেপণাস্ত্র এবং বিমানহানায় ২০০ শিশু-সহ ৬০০ জনেরও বেশি প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে স্বশাসিত গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য দফতর। নেতানিয়াহু জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনা করেই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সকল পণবন্দির মুক্তি এবং হামাসের বিনাশ না-করা পর্যন্ত ইজ়রায়েল থামবে না, হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement