BJP

BJP: বিজেপির জেলা সভাপতির পদত্যাগের দাবি পোস্টারে

কয়েক দিন আগে, বিষ্ণুপুরে জেলা সভাপতি বদলের দাবিতে পোস্টার পড়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তালড্যাংরা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫৫
Share:

তালড্যাংরায় পোস্টার। নিজস্ব চিত্র

বিজেপিতে ফের পোস্টার নিয়ে বিতর্ক তৈরি হল বাঁকুড়া জেলায়। এ বার তালড্যাংরায় বিজেপির জেলা সভাপতির পদত্যাগের দাবিতে পোস্টার পড়ল। মঙ্গলবার এই পোস্টার দেখা যায় তালড্যাংরার বিজেপি অফিস, বাসস্টপ, বাজার-সহ কয়েকটি জায়গায়। বিষয়টিকে ‘তৃণমূলের চক্রান্ত’ বলে দাবি করেছে বিজেপি। যদিও তৃণমূল তা মানতে চায়নি।

Advertisement

কয়েক দিন আগে, বিষ্ণুপুরে জেলা সভাপতি বদলের দাবিতে পোস্টার পড়েছিল। এ বার তালড্যাংরাতেও একই রকম পোস্টার পড়ায় বিজেপির একাংশে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ দিন যে পোস্টারগুলি মিলেছে, তাতে দাবি করা হয়েছে, ‘দুর্নীতিগ্রস্ত সাংসদের মনোনীত বাঁকুড়া জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের অবিলম্বে পদত্যাগ চাই’। রাতের অন্ধকারে কে বা কারা সেগুলি সাঁটিয়েছে বলে এলাকাবাসীর একাংশের দাবি।

ওই সব পোস্টারের তলায় লেখা ছিল ‘তালড্যাংরা মণ্ডল বিজেপি কার্যকর্তাবৃন্দ’। যদিও বিজেপির তালড্যাংরা ১ মণ্ডল সভাপতি অচিন্ত্য ভুঁইয়ের বক্তব্য, ‘‘সুনীলরুদ্র মণ্ডলকে আমরা জেলা সভাপতি হিসেবে মেনে নিতে বাধ্য। দল তাঁকেই দায়িত্ব দিয়েছে। দলে কোনও দ্বন্দ্ব নেই। এ সব তৃণমূলের চক্রান্ত।’’ সুনীলরুদ্রেরও দাবি, ‘‘আমাদের দল তারুণ্যের উপরে ভরসা রেখেছে, দলের মধ্যে কোনও সমস্যাই নেই। এই পোস্টার দিয়ে তৃণমূল চক্রান্ত করছে।’’ বিষয়টি ‘তৃণমূলের কাজ’ দাবি করে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের প্রতিক্রিয়া, ‘‘বিজেপির নেতা-কর্মীরা এমন কাজ করেন না।’’

Advertisement

তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর পাল্টা দাবি, ‘‘ওঁরা নিজেদের ঘর সামলান। এর মধ্যে তৃণমূলকে কেন টানছেন!’’ তালড্যাংরার ব্লক তৃণমূল সভাপতি মনসারাম লায়েক এর সঙ্গে তাঁদের দলের কোনও যোগের কথা উড়িয়ে দাবি করেন, ‘‘আদি বনাম নব্যের লড়াইয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এ ঘটনা তারই ফল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement