এই সেই বট। নিজস্ব চিত্র
বিশ্বভারতীর মূল আশ্রম চত্বরে, নিরাপত্তা বিভাগ সংলগ্ন এলাকায় প্রাচীন একটি কাটা বটগাছের ছবি রবিবার রাত থেকে ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার জানান, বন বিভাগের অনুমতি নিয়েই গাছটি কাটা হয়েছে চলতি বছরের মে মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে। তবে একটি ডাল বিদ্যুতের তারে আটকে থাকায় রাজ্য বিদ্যুৎ দফতরের সহযোগিতায় জুন মাসের ৬ ও ৭ তারিখে সেটি কাটা হয়।
ঘটনাটি তিন মাস আগের হলেও যেহেতু পাঁচ মাস হল আশ্রম চত্বরে সাধারণের প্রবেশ নিষেধ, সংবাদমাধ্যমেরও প্রবেশাধিকার নেই, তাই রবিবার কাটা গাছের ছবি ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন অনেকে। শতাব্দী প্রাচীন এই বটগাছের সঙ্গে পাঠভবনের পড়ুয়া ও শিক্ষকদের বহু স্মৃতি জড়িয়ে। বিশ্বভারতীর উদ্যান বিভাগ সূত্রে জানা গিয়েছে, উইপোকার উপদ্রবে গাছটি শিকড় থেকে শুকিয়ে গিয়েছিল। পাশেই ছাত্রীনিবাস ও লোক চলাচলের রাস্তা। তাই বড় বিপদ এড়াতে গাছ কাটার সিদ্ধান্ত হয়েছিল। বিশ্বভারতীর এক আধিকারিকের মত, “বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ইচ্ছাকৃত ভাবেই পুরোনো ছবি ছড়ানো হচ্ছে।”