Purulia

পঞ্চায়েত দফতরে মদের আসর! রাতভর আটক বিজেপি প্রধান

পঞ্চায়েত কার্যালয়ে মঙ্গলবারও মদের আসর বসিয়েছিলেন বিজেপির প্রধান তেজুনাত মাহাতো, ৪ জন সদস্য ছাড়াও কয়েকজন ঠিকাদার। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা জড়ো হয়ে যান পঞ্চায়েত কার্যালয়ের সামনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ২০:১৫
Share:

মদের আসর বসার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা। নিজস্ব চিত্র।

প্রায় দিনই নাকি পঞ্চায়েত অফিসে সন্ধ্যা থেকে মদের আসর বসে যেত। যোগ দিতেন পঞ্চায়েত প্রধান ছাড়াও কয়েক জন পঞ্চায়েত সদস্য এবং কিছু ঠিকাদার। মঙ্গলবারও নাকি তেমন আসর বসে। এই অভিযোগে পুরুলিয়াঝালদার এক পঞ্চায়েত দফতরে বাইরে থেকে তালা ঝুলিয়ে ঘেরাও করে রাখলেন এলাকার মানুষ। মঙ্গলবার রাতে পুলিশ গিয়েও তাঁদের উদ্ধার করতে পারেননি। বুধবার সকালে স্থানীয় বিডিও ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে ১২ ঘণ্টা পর উদ্ধার পান অভিযুক্তরা।

Advertisement

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ঝালদা ১ নম্বর ব্লকের হেসাহাতু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে মঙ্গলবারও মদের আসর বসিয়েছিলেন বিজেপির প্রধান তেজুনাত মাহাতো, ৪ জন সদস্য ছাড়াও কয়েকজন ঠিকাদার। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা জড়ো হয়ে যান পঞ্চায়েত কার্যালয়ের সামনে। দরজায় তালা ঝুলিয়ে দেন। শত অনুরোধেও ভিতরে আটকে থাকা ব্যক্তিদের ছাড়েননি তাঁরা। খবর যায় ঝালদা থানায়। পুলিশ গিয়ে অনেক বোঝালেও কোনও লাভ হয়নি। সারারাত ওই ভাবেই দফতরে আটকে থাকেন প্রধান সহ বাকিরা।

বুধবার সকালে ঝালদা থানার পুলিশ ও ঝালদা ১ নম্বর ব্লকের বিডিও রাজকুমার বিশ্বাস ঘটনাস্থলে যান। স্থানীয়দের লিখিত অভিযোগ জানাতে বলেন। অভিযোগ প্রমাণ হলে আইন মেনে ব্যবস্থা নেবেন জানানোর পর তালা খুলতে রাজি হন গ্রামবাসীরা।

Advertisement

আরও পড়ুন: কোচবিহারে পুলিশের নারায়ণী ব্যাটালিয়ন, পাহাড়-জঙ্গলমহলেও নয়া বাহিনীর ঘোষণা মমতার

আরও পড়ুন: ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩ মাসেই, ঘোষণা মমতার

তেজুনাথের দাবি, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। কাজের চাপ থাকায় দফতরে ছিলেন তাঁরা। বিক্ষোভকারীদের মধ্যেই কেউ পরিকল্পিত ভাবে কয়েকটি খালি মদের বোতল কার্যালয়ে ঢুকিয়ে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement