অভিযুক্তকে গ্রেফতার। প্রতীকী চিত্র।
ভিন্রাজ্যে সোনার দোকানে কাজ করতেন বীরভূমের যুবক। কর্মস্থল থেকে প্রচুর সোনা চুরি করে তিনি নিজের গ্রামে পালিয়ে এসেছিলেন বলে অভিযোগ। কিন্তু শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত বীরভূমের ওই যুবককে গ্রেফতার করল পুলিশ।
বীরভূমের পাইকর থানার হরিশপুরের বাসিন্দা সোলেমান শেখ কাজ করতেন তামিলনাড়ুর একটি সোনার দোকানে। অভিযোগ ওই দোকান থেকে ৫০০ গ্রাম সোনা তিনি চুরি করে গ্রামে চলে আসেন। এই ঘটনায় তামিলনাড়ু পুলিশ যোগাযোগ করে বীরভূমের পাইকর থানার পুলিশের সঙ্গে। পাইকর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সোলেমানের বাড়িতে হানা দেয়। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করে উদ্ধার করা হয়ে ওই বিপুল পরিমাণ সোনাও।
শনিবার ধৃতকে হাজির করানো হয় রামপুরহাট আদালতে। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
(গুরুতর অপরাধে অভিযুক্তকে ‘আপনি’ সম্বোধনে আপত্তি প্রকাশ করেন কেউ কেউ। কিন্তু আইনের বিচারে দোষী সাব্যস্ত হননি, এমন অভিযুক্তকে ‘আপনি’ সম্বোধনেরই পক্ষপাতী আনন্দবাজার অনলাইন)