মদ না পেয়ে খুনের চেষ্টার অভিযোগ! প্রতীকী চিত্র।
প্রথম বার মদ কিনে খেয়ে ভাল নেশা হয়নি। আরও মদ চাই। কিন্তু পকেটে টাকা নেই। অগত্যা মদের দোকানে গিয়ে ধারে মদ চেয়েছিলেন। কিন্তু দোকানের কর্মী তা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপালেন এক যুবক। সোমবার দুপুরের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বৃন্দাবনপুর এলাকার। আহতকে গুরুতর জখম অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঁকুড়ার বৃন্দাবনপুর গ্রামের অদূরে ভাসাপুলের কাছে বিলাতি মদের একটি দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, সেখান থেকে মদ কেনেন চায়ের দোকানদার প্রবীর মণ্ডল। কিছু ক্ষণ বাদেই আবার ওই দোকানে ফিরে আসেন তিনি। জানান, প্রথম বার নেশাটা জমেনি। আরও মদ দরকার। তবে টাকা পরে দেবেন। অন্য দিকে, দোকানের কর্মী শীতল ঘোষ তা শুনতে নারাজ। এ নিয়ে কিছু ক্ষণ তাঁদের মধ্যে বাক্বিতণ্ডা চলে। অভিযোগ, এর পর আচমকা মদের দোকানে ঢুকে শীতলকে রামদা দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন প্রবীর। ঘাড় এবং গলায় মিলিয়ে প্রায় ১২ বার কোপ মারেন তিনি। তার পর ওই এলাকা ছেড়ে পালিয়ে যান।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বেলিয়াতোড় থানার পুলিশ ওই মদের দোকানের সিসি ক্যামেরার ছবি দেখে প্রবীরকে চিহ্নিত করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শীতল এবং প্রবীর দু’জনেরই সাগরাকাটা গ্রামের বাসিন্দা। তাঁদের পুরনো কোনও শত্রুতার জেরে এমন ঘটনা কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।