সদ্য নির্বাচিত কর্মাধ্যক্ষদের সঙ্গে সভাধিপতি কাজল শেখ ও জেলাশাসক বিধান রায়। শুক্রবার। নিজস্ব চিত্র
নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতির নেতৃত্বে এক ঝাঁক নতুন মুখ শপথ নিলেন বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে। বিগত জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের মধ্যে এক মাত্র তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য বিশ্ববিজয় মার্ডি বহাল রইলেন কর্মাধ্যক্ষের পদে। বাকি সব ক’টি পদেই এলেন নতুনেরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচির বার্তা মেনেই নতুন মুখদের এগিয়ে আনার সিদ্ধান্ত বলে জানিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ। শুক্রবার বীরভূম জেলা পরিষদের সভাকক্ষে তিনি বলেন, “নবজোয়ার কর্মসূচিতে মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যাঁদের নাম নির্দিষ্ট করেছিলেন, রাজ্য থেকে তাঁদের নামেই সিলমোহর পড়েছে। তবে, আমাদের অগ্রজ নেতা যাঁরা আছেন, তাঁরা আমাদের সব সময় পরামর্শ দিচ্ছেন।”
এ দিন জেলাশাসক বিধান রায় এবং অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কৌশিক সিংহের উপস্থিতিতে সাতটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রত্যেকটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষের নাম প্রস্তাব করেন সভাধিপতি। নাম সমর্থন করেন সহ সভাধিপতি স্বর্ণলতা সোরেন। জনসাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ নির্বাচিত হন নলহাটি ২ ব্লক থেকে জয়ী নাগর চন্দ্র কোনাই। পূর্তকার্য ও পরিবহণ কর্মাধ্যক্ষ নির্বাচিত হন সিউড়ি ২ ব্লকের নুরুল ইসলাম। কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মুরারই ১ ব্লকের সিরাজুল ইসলাম খান, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ নলহাটি ১ ব্লকের মৌমিতা রায়চৌধুরী বিশ্বাস, শিশু, নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ লাভপুর ব্লকের কাবেরিকা গুঁই, খাদ্য কর্মাধ্যক্ষ দুবরাজপুর ব্লকের অরুণ কুমার চক্রবর্তী এবং ক্ষুদ্রশিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি কর্মাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন রাজনগর ব্লকের বিশ্ববিজয় মার্ডি। তবে, এ দিন বন ও ভূমি সংস্কার এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন হয়নি। সভাধিপতি বলেন, “এই দু’টি স্থায়ী সমিতি থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। তাঁদের পদত্যাগ গৃহীতও হয়েছে। পরে একটি দিন নির্দিষ্ট করে ওই দুটি সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন করা হবে।”
নির্বাচিত কর্মাধ্যক্ষদের মধ্যে অনেকেই প্রথমবার নির্বাচনে লড়ে ও জিতেই এত বড় দায়িত্ব পেয়েছেন। তাঁরা কতটা দক্ষতার সঙ্গে এই দায়িত্ব সামলাবেন, সে প্রশ্নে কাজল শেখ বলেন, “এখানে নতুন ও পুরনোর সংমিশ্রণ ঘটে বীরভূম জেলার একটা নতুন 'টিম' তৈরি হয়েছে। যাঁরা জেলার উন্নয়নকে আরও এগিয়ে
নিয়ে যাবেন৷’’