উদ্দার হওয়া কয়েন ভর্তি বস্তা। — নিজস্ব চিত্র।
এসএসসি দুর্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার গ্রেফতারের পর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং সোনার গয়না। এই আবহে শনিবার বাসে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ টাকার কয়েন উদ্ধার করল বীরভূমের নানুর থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ অবশ্য এখনও কাউকে গ্রেফতার করেনি।
নানুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ থেকে কলকাতাগামী একটি বাসে ওই বিপুল পরিমাণ কয়েন পাওয়া গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার নানুরের পালিতপুর এলাকায় একটি ভিআইপি বাসে অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, ওই বাসটিতে কয়েনভর্তি মোট ছ’টি বস্তা পাওয়া গিয়েছে। তার মধ্যে একটি বস্তায় এক টাকার কয়েন এবং পাঁচটি বস্তায় দু’টাকার কয়েন ছিল। পুলিশের দাবি, আনুমানিক চার লক্ষ টাকা রয়েছে ওই ছ’টি বস্তায়।
বাসের চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, টাকাভর্তি ওই বস্তা মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বাসে তুলে দেওয়া হয়েছিল। সেগুলি কলকাতায় নামানোর কথা ছিল। ওই টাকা কী উদ্দেশ্যে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।