প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ফাইল চিত্র
অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে মাঝেমধ্যেই দক্ষিণ কলকাতার আবাসনে দেখা করতে আসতেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এ বার এমনটাই দাবি করলেন অর্পিতার গাড়িচালক। পার্থ-অর্পিতাকে নিয়ে যখন সংবাদমাধ্যমে জোর চর্চা, তখনই প্রকাশ্যে এল অর্পিতার গাড়িচালক প্রণব ভট্টাচার্যের বয়ান।
এক সংবাদমাধ্যমে প্রণব জানিয়েছেন, গাড়ি চালিয়ে অর্পিতাকে দক্ষিণ কলকাতার আবাসনে পৌঁছে দিতেন তিনি। তাঁর দাবি, সেই ফ্ল্যাটে মাঝেমধ্যেই পার্থও আসতেন। তবে, পার্থ আসার পরে তিনি ফিরে যেতেন, এমনই ‘নির্দেশ’ দেওয়া ছিল তাঁকে।
প্রণব আরও জানিয়েছেন, অর্পিতার নামে আরও অনেক গাড়ি ছিল। কিন্তু তাঁকে হন্ডা সিটি ছাড়া অন্য কোনও গাড়ি চালাতে দেওয়া হয়নি।
পার্থ ও অর্পিতার বাড়ি থেকে ক্রমাগত উদ্ধার হচ্ছে মোটা অঙ্কের টাকা, দলিল, সোনার বাট-সহ বহু মূল্যবান সামগ্রী। ইডি সূত্রে খবর, দলিলের প্রতিলিপি ভূমি রাজস্ব দফতরের হাতে এসেছে সম্প্রতি। ইডি সূত্রে দাবি, ভূমি রাজস্ব দফতর এবং স্থানীয় প্রশাসনের কাছে ‘তথ্য গোপন’ করে রেখেছিলেন পার্থ-অর্পিতা।