Tapan Kandu Murder

ঝালদা উপনির্বাচনে নিহত কাউন্সলর তপন কান্দুর আসনে ভাইপো মিঠুন, লড়বেন কংগ্রেসের টিকিটে

পুরুলিয়ার ঝালদা পুরসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২২ ২২:২৪
Share:

নিজস্ব চিত্র

পুরুলিয়ার ঝালদা পুরসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৬ জুন পুরসভার ২ নম্বর ওয়ার্ডে নির্বাচন হবে। মহকুমাশাসক (ঝালদা) ঋতম ঝা জানান, উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরে, শুক্রবার থেকে মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২ জুন পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। পরের দিন ‘স্ক্রুটিনি’।

আগামী ৬ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। ২৬ জুন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পাশাপাশি, এ দিনই ওই ওয়ার্ডে দলের প্রার্থী হিসাবে মিঠুন কান্দুর নাম ঘোষণা করেছে কংগ্রেস।

সদ্য সমাপ্ত পুর-নির্বাচনে ঝালদার ২ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন তপন কান্দু। ফল ঘোষণার দিন দশেক পরে, গত ১৩ মার্চ ঝালদা-বাঘমুণ্ডি রাস্তায় গোকুলনগরের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তপন। হাইকোর্টের নির্দেশে সে ঘটনার তদন্ত করছে সিবিআই। ঘটনায় তপনের দাদা নরেন কান্দু, তাঁর ভাইপো তথা ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দীপক কান্দু-সহ পাঁচ জনকে ধরা হয়েছে। ইতিমধ্যে ঝালদায় পুরবোর্ড গড়েছে তৃণমূল।

Advertisement

উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে, প্রস্তুতি শুরু হয়েছে রাজনৈতিক দলগুলিতে। নির্বাচনে কে প্রার্থী হবেন, তা ঠিক করতে এ দিন বিকেলে তপন কান্দুর বাড়িতে কংগ্রেস কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন জেলা কংগ্রেস নেতৃত্ব। বৈঠক শেষে, জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো কংগ্রেস প্রার্থী হিসেবে তপনের ভাইপো মিঠুনের নাম ঘোষণা করেন। তপনের খুনের পরে, ঝালদার আইসি সঞ্জীব ঘোষের সঙ্গে মিঠুনের ফোনে কথোপকথনের একাধিক ‘অডিয়ো-ক্লিপ’ (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) ভাইরাল হয়েছিল। অডিয়োগুলিতে তপনকে তৃণমূলে যোগ দিতে আইসি চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ ছিল তপনের পরিবার ও কংগ্রেসের।

মিঠুন বলেন, “ওয়ার্ডে কাকার যে কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে, জিতে তা পূরণ করার সুযোগ পাব, আশা রাখি।” তপনের স্ত্রী পূর্ণিমার কথায়, “শোকের আবহে নির্বাচন। প্রার্থী কে হয়েছেন, তা বড় কথা নয়। স্বামীর অনেক স্বপ্ন ছিল।

Advertisement

প্রার্থী যেন ভোটে জিতে সেগুলি পূরণ করেন, সেটাই চাই।” সকলের সহমতের ভিত্তিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, জানান নেপালবাবুও। তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়েও কৌতূহল রয়েছে। পুরভোটে কাকা তপনের কাছে ১২৭ ভোটে হেরেছিলেন দীপক। দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “কে প্রার্থী হবেন, তা নিয়ে দলীয় স্তরে আলোচনা শুরু হয়েছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।” একই কথা জানান বিজেপি ও ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement