Lightning

Death: বজ্রাঘাতে পুরুলিয়ায় মৃত চার মহিলা, আহত তিন, মৃত্যু ১৯টি ছাগলেরও

মঙ্গলবার পুরুলিয়ার জেলার বিভিন্ন গ্রামে চার জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, একটি গ্রামে একসঙ্গে ১৯টি ছাগল মারা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ২১:৫৬
Share:

এক দিনে পুরুলিয়া জেলায় চার জনের বজ্রাঘাতে মৃত্যু হল। প্রতীকী ছবি।

পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে চার জন মহিলার মৃত্যু হল। আহত হয়েছেন তিন জন। পাশাপাশি, এই ঘটনায় একই গ্রামের ১৯টি ছাগলও মারা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার ফতেপুর গ্রামের বাসিন্দা ত্রিলোচন মাহাতো এবং ফুলচাঁদ মাহাতো মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন। সে সময় বজ্রাঘাতে আহত হন ত্রিলোচন। তবে বজ্রাঘাতে একসঙ্গে ১৯টি ছাগল মারা যায়।

বরাবাজার থানারই সিমুদুরি গ্রামে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়েছে। এবং আহত হন এক জন।

Advertisement

মাঠে ধানের বীজ বপনের সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে কিরণ মাহাতো (৬৫) নামে এক বৃদ্ধার। গুজর মাহাতো নামে আর এক জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে, কেন্দা থানার জামবাদ গ্রামে ধান ক্ষেতে কাজের সময় দুই মহিলা আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর পঁয়তাল্লিশের ভারতী সহিসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তুষ্ট সহিস নামে আর এক মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কেন্দার থানার মতোই মানবাজার থানা এলাকায় বজ্রাঘাতে মারা গিয়েছেন অষ্টমী সরেন (৩৫) নামে এক যুবতী। ওই যুবতী কাপ্পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। ধানের বীজ বপনের সময় আহত হলে তাঁকে বারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অষ্টমীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। একই কারণে বলরামপুর থানা এলাকার সাইপুড্ডিতেও বাসকী মুর্মু (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। সব মিলিয়ে এক দিনে পুরুলিয়া জেলায় চার জনের বজ্রাঘাতে মৃত্যু হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement