ইলামবাজারের সভায় অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র
আগামী বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’। আর সেই ‘খেলা’র ‘রেফারি’ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমেরর সভায় এমনই মন্তব্য করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জোড়াফুল শিবিরের একাধিক নেতার দলবদল নিয়েও কটাক্ষ করেন অনুব্রত।
গত কয়েক দিন ধরেই বীরভূম এবং পূর্ব বর্ধমানের দলীয় সভায় যোগ দিয়ে অনুব্রত হুঙ্কার দিচ্ছিলেন, ‘‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা।’’ রবিবার ইলামবাজারে এক জনসভায় যোগ দেন অনুব্রত। সেখানেও তিনি বলেন, ‘‘খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে।’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘সেই খেলার রেফারি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ ‘খেলা’য় বিজেপির ভূমিকা কী হবে তা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় অনুব্রত বলেন, ‘‘খেলা আমি শুরু করব, আমিই শেষ করব।’’
দলবদল প্রসঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, ‘‘এখন পাতা ঝরার সময়। পাতা ঝরবে আবার নতুন পাতা গজাবে। গাছ সবুজ হয়ে যাবে। কে এল, কে গেল তাতে কিছু যায় আসে না। কর্মীরাই শেষ কথা বলবেন৷ দু’পয়সার নেতাদের কোনও দাম নেই।’’