হাসপাতালের বেডে পরীক্ষার প্রস্তুতি ‘মা’ ঝুমার। নিজস্ব চিত্র।
কয়েক ঘণ্টা আগে মা হয়েছেন ঝুমা। কিন্তু মাধ্যমিক পরীক্ষা যে তাঁকে দিতেই হবে! তাই সদ্যোজাতকে কোলে নিয়েই জীবন বিজ্ঞান পরীক্ষায় বসলেন বীরভূমের রামপুরহাটের ওই পরীক্ষার্থী।
শুক্রবার ইতিহাস পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বীরভূমের মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ঝুমা খাতুন। প্রসব বেদনা শুরু হয় তাঁর। মল্লারপুর অম্বা হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল ঝুমার। সেখানে পরীক্ষা শেষ করেই রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার গভীর রাতে মা হন ২০ বছরের ওই তরুণী। জন্ম দেন এক পুত্রসন্তানের। তবে ওই পরিস্থিতিতেও মাধ্যমিক দিতে চান তিনি। তাঁর আগ্রহ ও উৎসাহ দেখে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন স্কুল কর্তৃপক্ষ।
কোলে সদ্যোজাতকে নিয়ে পরীক্ষায় বসেন ঝুমা। তিনি জানান, ‘‘নিজেই পরীক্ষা দিতে চেয়ে আবেদন করেছিলাম। পরীক্ষায় বসতে পেরে খুশি।’’ ঝুমার বাবা জানান, ‘‘আরও পড়াশোনা করতে চায় মেয়ে। এই শারীরিক অবস্থার মধ্যে নিজে থেকে পরীক্ষা দিতে চেয়েছে। তাই সবাই সহায়তা করেছেন।’’