Murder

Murder: বাবা কুপিয়ে মেরে ফেলেছে মাকে, তোমরা শিগগির এসো! কাঁদতে কাঁদতে পড়শিদের বলল খুদে

মেঝেতে পড়ে গৃহবধূর রক্তমাখা দেহ। শরীরে ধারালো অস্ত্রের কোপ। শনিবার সকালে এমন দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামসি কাণ্ডারণ এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১২:৩১
Share:

স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রতীকী ছবি।

স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে মালদহের চাঁচল থানার সামসির কাণ্ডারণ এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে।
মেঝেতে পড়ে রয়েছে গৃহবধূর রক্তমাখা মৃতদেহ। শরীরে ধারালো অস্ত্রের কোপ। শনিবার সকালে এমন দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামসি কাণ্ডারণ এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম শুকতারা বিবি (৪০)। তাঁকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সিরাজুল হকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক সিরাজুল।

Advertisement

প্রতিবেশীদের বক্তব্য, সিরাজুলের সঙ্গে শুকতারার বিবাদ লেগেই থাকত। তাঁদের দাবি, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শুকতারাকে সিরাজুল খুন করে। শনিবার সকাল থেকে শুকতারার কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। ঘরের দরজা ভাঙতেই দেখা যায় শুকতারা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মেঝেতে। চাঁচল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। খোঁজ চলছে সিরাজুলের। সাদেক আলি নামে সিরাজুলের এক প্রতিবেশীর বক্তব্য, ‘‘সকালে ওদের ছোট মেয়ে আসে আমাকে বলে, ‘বাবা মাকে কেটে ফেলেছে'। আমরা ছুটে এসে দেখি এই কাণ্ড! সিরাজুল এবং শুকতারার মধ্যে নিত্যই বিবাদ লেগে থাকত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement