দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত।
হরিয়ানায় ভাকড়া খালে পড়ে গিয়েছিল গাড়ি। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে হল সাত। আহত হয়েছেন দু’জন। এখনও নিখোঁজ কয়েক জন। গাড়িতে ১৪ জন সওয়ার ছিলেন। পুলিশ জানিয়েছে, রাতিয়ার সর্দারেওয়ালা গ্রামে খালে শুক্রবার গভীর রাতে পড়ে গিয়েছে গাড়ি। ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম ছিল। কিছু দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। খালে পড়ে যায় গাড়িটি।
সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) জগদীশ চন্দ্র জানিয়েছেন, পঞ্জাবে একটি বিয়েবাড়ি থেকে শুক্রবার রাতে গাড়িতে চেপে ফিরছিলেন ১৪ জন। গাড়িটি ভাকড়া খালে পড়ে যায়। স্থানীয়েরা ঘটনাস্থলে ছুটে আসেন। থানায় খবর দেওয়া হয়। রাতেই তিন জনকে উদ্ধার করে পুলিশ। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন হাসপাতালে ভর্তি। রবিবার সকাল পর্যন্ত আরও পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে দেড় মাসের শিশু এবং ১০ বছরের এক কিশোরী রয়েছে।
উদ্ধারকাজে যোগ দিয়েছেন জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। হরিয়ানার সিরসা থেকে ডুবুরি এসেও জলে নেমেছেন। এসডিএম জানিয়েছেন, নিখোঁজদের সন্ধান চলছে এখনও। সম্প্রতি এই ভাকড়া খালে বেশ কয়েকটি গাড়ি পড়ে গিয়েছে। এসডিএম জানিয়েছেন, দুর্ঘটনা রুখতে খালের ধারে ব্যারিকেড বসানোর ভাবনাচিন্তা চলছে।