Amartya Sen

পিছোল অমর্ত্য সেনের জমি মামলার শুনানি, সিউড়ি আদালতে ধার্য হল পরবর্তী শুনানির দিন

বুধবার ওই মামলাটির শুনানি ছিল সিউড়ি জেলা আদালতের বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায়ের এজলাসে। তিনি আদালতে এসে না পৌঁছনোয় সিউড়ি আদালতের বিচারক স্মরজিৎ মজুমদারের এজলাসে ওঠে মামলাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৩:০৬
Share:

পিছোল জমি মামলা। — ফাইল চিত্র।

সিউড়ি আদালতে পিছিয়ে গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বনাম নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের জমি মামলা। ধার্য করা হয়েছে ওই মামলার পরবর্তী শুনানির দিন। তবে দুই তরফের আইনজীবীদের মধ্যে এ নিয়ে নথি বিনিময় হয়েছে।

Advertisement

মঙ্গলবার ওই মামলাটির শুনানি ছিল সিউড়ি জেলা আদালত বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায়ের এজলাসে। তবে তিনি আদালতে এসে না পৌঁছনোয় সিউড়ি আদালতের ভারপ্রাপ্ত চতুর্থ জেলা বিচারক স্মরজিৎ মজুমদারের এজলাসে ওঠে মামলাটি। শুনানির সময় বিশ্বভারতীর আইনজীবীদের তরফে আদালতে জানানো হয় য়ে, তাঁরা জানতেন না আদালতের কাজকর্ম সকালে শুরু হয়েছে। অন্য দিকে অর্মত্যর আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী জানিয়ে দেন যে, ওই মামলাটি নিয়ে ইতিমধ্যেই উচ্চ আদালতে আবেদন করা হয়েছিল। প্রসঙ্গত, এর পরই হাই কোর্ট ওই মামলা ফেরত পাঠায় সিউড়ি আদালতে। সেই মোতাবেক বুধবার শুনানির দিন ধার্য করা হয়েছিল। মঙ্গলবার মামলার শুনানি নিয়ে আপত্তি জানান তিনি।

অর্মত্যর আইনজীবীর আপত্তিকে মান্যতা দেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে বিচারকের কাছে দু’পক্ষই বেশ কিছু নথি পেশ করে। আগামী ৩০ মে ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement