Jhalda

Jhalda Councillor Murder Case: তপন হত্যায় সিবিআই তদন্তের সপ্তাহ পার, কোন পথে এগোচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা?

তপন হত্যাকাণ্ডে সিবিআই-তদন্ত একাধিক বাঁক নিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক তপন হত্যারহস্যের সমাধানে কত দূর এগোলেন সিবিআই আধিকারিকরা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৭:০৫
Share:

তপন কান্দু খুনে সিবিআই তদন্ত জারি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র হাতে তুলে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। চলতি মাসের ৪ এপ্রিল ওই নির্দেশ দেয় আদালত। তার পর সপ্তাহ পেরিয়ে গিয়েছে। সিবিআই তদন্ত করছে। এর মধ্যে তপন হত্যাকাণ্ডের তদন্ত একাধিক বাঁক নিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক তপন হত্যারহস্যের সমাধানে কত দূর এগোলেন সিবিআই আধিকারিকরা।

Advertisement

গত ১৩ মার্চ বৈকালিক ভ্রমণে বেরিয়ে ঝালদার গোকুলনগর এলাকায় খুন হয়েছিলেন ওই কংগ্রেস কাউন্সিলর। এর পর সিট গঠন করে তদন্ত শুরু করে পুরুলিয়া জেলা পুলিশ। সংবাদমাধ্যমে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগান জানান, পারিবারিক বিবাদের জেরে তপন খুন হয়েছেন। ভাড়াটে খুনিকে সাত লক্ষ টাকা দিয়ে তপনকে খুন করিয়েছেন তাঁর দাদা নরেন। কিন্তু তপন-হত্যায় সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টে আবেদন করেছিল পরিবার। সেই আবেদন মঞ্জুর হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement