নিহত তপন কান্দুর ওয়ার্ডে উপনির্বাচনের ঘোষণায় প্রতিক্রিয়া পূর্ণিমা কান্দুর। — ফাইল চিত্র
আগামী ২৬ জুন তিন জেলার ছ’টি ওয়ার্ডের উপনির্বাচন হতে চলেছে। সেই তালিকায় রয়েছে পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডও। ওই ওয়ার্ডের নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হওয়ায় হচ্ছে উপনির্বাচন। তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু। ক্ষমতা দখলের জন্যই তপনকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও পূর্ণিমার এই অভিযোগকে ‘সহানুভূতি আদায়ের চেষ্টা’ বলে পাল্টা তোপ দেগেছেন পুরুলিয়ার তৃণমূল নেতারা।গত পুরভোটে ঝালদার ২ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী তপন কান্দু। কিন্তু গত ১৩ ই মার্চ বিকেলে খুন হয়ে যান তপন। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি ওই আসনে উপনির্বাচনের ঘোষণা শুনে ক্ষোভ উগরে দিয়েছেন পূর্ণিমা। তিনি বলেন, ‘‘তৃণমূলের গুন্ডা এবং দুষ্কৃতীরা মিলে আমার স্বামীকে খুন করেছে। ঝালদার মানুষ কোনও দিন চাননি এই উপনির্বাচনের মুখোমুখি হতে। তাঁরা অনেক ভালবেসে আমার স্বামীকে জয়ী করেছিলেন। আমার স্বামীকে যে ভাবে হত্যা করা হয়েছে উপনির্বাচনে এখানকার মানুষ ভাল ভাবে তার জবাব দেবেন বলে আমি মনে করি।’’
এ নিয়ে ঝালদা পুরসভার পুরপ্রধান সুরেশ অগ্রবাল বলেন, ‘‘মৃত্যু দুঃখজনক। তবে পূর্ণিমা কান্দু সিবিআই তদন্ত চেয়েছিলেন। সিবিআই সেই ঘটনার তদন্তও করছে। এখনও পর্যন্ত সিবিআই তৃণমূলকে দোষারোপ করেনি বা কেউ তৃণমূলের দিকে আঙুল তোলেনি। এই সময় উনি এই সব বলে সহানভূতি আদায় করার চেষ্টা করছেন মাত্র।’’