Bombs

তৃণমূল পঞ্চায়েত সদস্যার আত্মীয়ের বাড়িতে মজুত প্রচুর বোমা, খবর দেওয়া হল বম্ব স্কোয়াডকে

শনিবার রাতে বীরভূমের পাইকর থানার গোয়ালমাল গ্রামের এই ঘটনায় বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৪
Share:

পাইকরে সেবিনা বিবির বাড়িতে তল্লাশি করে পুলিশ। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত নির্বাচনের আগে এ বার বীরভূমে শাসকদলের এক আত্মীয়ার বাড়িতে মজুত প্রচুর বোমা উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে বীরভূমের পাইকর থানার গোয়ালমাল গ্রামের এই ঘটনায় বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার বম্ব স্কোয়াড গিয়ে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করবে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বীরভূমের মুরারইয়ে পাইকর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালমাল সংসদের তৃণমূল সদস্যা মেরিনা বিবির বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে তাঁর ননদ সেবিনা বিবির বাড়ি। সেখানে বোমা মজুত করা হয়েছে বলে গ্রামবাসীদের থেকে খবর পেয়েছিল পুলিশ।

রাতেই ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে তল্লাশি চালান পাইকর থানার পুলিশ আধিকারিকেরা। তল্লাশিতে বাড়ি থেকে প্রচুর সংখ্যক বোমা উদ্ধার হয়েছে। বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। রবিবার ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করবে বম্ব স্কোয়াড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement