—নিজস্ব চিত্র।
হোটেল খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হল বীরভূমে। জেলা প্রশাসনের তরফে জানানো হল, হোটেলে ২৫ শতাংশ পর্যন্ত বুকিং নেওয়া যাবে।
কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু দিন আগেই তারাপীঠ, বোলপুরের মতো জেলার পর্যটনস্থলগুলিতে হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের তরফে। যার জেরে বিপাকে পড়েছিলেন পর্যটকেরা। শুধু তাঁরাই নয়, ব্যবসার কাজে যাঁরা অন্য জেলা থেকে বীরভূমে যান, তাঁরাও সমস্যায় পড়েছিলেন। এ বার ওই নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দেওয়া হল।
আসন্ন বিয়ের মরসুমকে নজরে রেখে শনিবারই রাজ্য সরকার জানিয়েছে, এখন থেকে বিবাহ অনুষ্ঠানে ৫০ জনের পরিবর্তে ২০০ জন উপস্থিত থাকতে পারবেন। এর পরই বীরভূম জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিল।
বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘নয়া কোভিড নিষেধাজ্ঞায় বিয়েবাড়িতে কিছু ছাড় দিয়েছে রাজ্য। তা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে সাধারণ পর্যটকেরা এখনই হোটেল বুকিং করতে পারবেন না।’’