নিজস্ব চিত্র
উচ্চ মাধ্যমিকে কম নম্বর দেওয়ার অভিযোগে পুরুলিয়ায় কেটিএম হাইস্কুলে অফিস ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। দীর্ঘ ক্ষণ অফিস ঘরেই বন্দি রইলেন শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পরে পুলিশ এসে বুঝিয়ে বিক্ষোভ তুলে, তালা খুলে বার করে শিক্ষকদের।
ওই স্কুল থেকে এ বার ১৮৬ জন ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। তাঁদের একাংশের অভিযোগ, গত বছর একাদশ শ্রেণির পরীক্ষার সময় পরীক্ষা দিতে ১ ঘণ্টার বেশি সময় দেওয়া হয়নি। শিক্ষকরা সেই সময় পরীক্ষার্থীদের বলেন, ‘‘কয়েকটি প্রশ্নের উত্তর দিলেই হবে, পাশ করানোর দায়িত্ব আমাদের।’’
একাদশের ওই পরীক্ষার প্রভাব উচ্চ মাধ্যমিকের ফলে পড়েছে। কম নম্বর পাওয়ায় তাঁদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে বা হচ্ছে বলে ওই পড়ুয়াদের দাবি। স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই অসুবিধার কথা বললে তিনি কোনও সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেন স্কুলের পড়ুয়া বিজয় কুইরি, কিরণ বাউরি, মাধুরী মাহাতো, তাইবুল আনসারিরা। ‘অসহযোগিতায় বিরক্ত’ হয়ে মঙ্গলবার সকালে স্কুলের ছাত্রছাত্রীরা অফিস ঘরে তালা দিয়ে দেন। ফলে বেশ কয়েক জন শিক্ষক-সহ প্রধান শিক্ষক ভেতরে আটকে পড়েন। স্কুলের সামনের রাস্তা অবরোধ করেন ওই পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক দেবীদাস মুখোপাধ্যায় বলেন, ‘‘আমি বোর্ডের নির্দেশ ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছি। সেই মতো আগামী ২৯ তারিখ তাঁদের ক্ষোভের ভিত্তিতে আবেদনপত্র জমা নেওয়া হবে। সেই আবেদন উচ্চশিক্ষা সংসদে পাঠিয়েও দেওয়া হবে।’’
কয়েক ঘণ্টা পর পড়ুয়াদের বুঝিয়ে অবরোধ তুলে এবং স্কুলের গেট থেকে তালা খুলতে সক্ষম হয় পুলিশ।