ছবি: পিটিআই
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হল। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে এ কথা নিজেই জানালেন মমতা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে আরটিপিসিআর কোভিড টেস্টের রিপোর্ট দরকার, কিন্তু এত দ্রুত টেস্ট করার উপায় নেই বলেই সম্ভবত এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে এসে মমতা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা উঠতেই মমতা বলেন, ‘‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আরটিপিসিআর করা দরকার। আমার দু’টি টিকা নেওয়া আছে, কিন্তু করোনা পরীক্ষা করাব কোথায়? এখন না হলে পরে না হয় দেখা করব, রাষ্ট্রপতি সুস্থ থাকুন।’’
রাষ্ট্রপতি কাশ্মীরে রয়েছেন। কিন্তু তিনি চলেও আসছেন মমতার ফেরার আগে। সময়ও দিয়েছেন দেখা করার। কিন্তু সেই সাক্ষাৎ নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে ছাতা হাতে বৃষ্টি ভেজা দিল্লিতে সাংবাদিকদের প্রথমেই মমতা স্পষ্ট করে দেন, কী কী নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। বলেন, ‘‘অনেক রাজ্যের থেকে কম টিকা পেয়েছে বাংলা। জনসংখ্যার বিচারে টিকার সরবরাহ যথেষ্ট নয়। সেই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া রাজ্যের নাম বদলের বিষয়েও কথা হয়েছে।’’