bank

বোলপুরের বেসরকারি ব্যাঙ্কে আচমকা আগুন, গরুপাচার-কাণ্ডে অ্যাকাউন্টের খোঁজে তল্লাশি চলে ওই শাখাতেই

দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে বোলপুরের ওই বেসরকারি ব্যাঙ্কের শাখায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকলকর্মীরা ওই আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:০১
Share:

আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। — নিজস্ব চিত্র।

আচমকা আগুন লাগল বীরভূমের বোলপুরের একটা বেসরকারি ব্যাঙ্কের শাখায়। গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের পরিবারের সদস্য এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিতদের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছিল বোলপুরের ওই বেসরকারি ব্যাঙ্কের শাখায়। বুধবার সেখানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অবশেষে, দমকলের ঘণ্টা তিনেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

Advertisement

দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ আগুন লাগে বোলপুরের ওই বেসরকারি ব্যাঙ্কের শাখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের ঘণ্টা তিনেকের চেষ্টায় আয়ত্তে আসে ওই আগুন। দমকলের ওসি মহমদ আলি বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই ব্যাঙ্কের শাখায় শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে।’’ তবে আগুন লাগার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে দমকল।

ঘটনাচক্রে গরুপাচার-কাণ্ডে বোলপুরের ওই বেসরকারি ব্যাঙ্কের শাখায় এর আগে দু’বার তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) আধিকারিকরা। সিবিআইয়ের দাবি, ওই ব্যাঙ্কটি থেকে অনুব্রতের পরিবারের সদস্য এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিতদের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে। বুধবার সেই ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement