ED

পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতিকে ইডির তলব, বলা হল, দিল্লিতে গিয়ে দেখা করতে

তৃণমূলের একটি সূত্র মারফত জানা গিয়েছে, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বুধবার ইডির নোটিস পেয়েছেন। ওই নোটিসে দিল্লিতে গিয়ে দেখা করার জন্য বলা হয়েছে সুজয়কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৩:৩৪
Share:

পুরুলিয়া জেলার সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এ বার ডেকে পাঠাল পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে দিল্লিতে ইডির দফতরে দেখা করতে বলা হয়েছে। নোটিস পাওয়ার কথা স্বীকার করে নিয়েছে সুজয়। এ নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি।

Advertisement

পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বুধবার ইডির নোটিস পেয়েছেন। ওই নোটিসে বলা হয়েছে, তিনি যেন আগামী ১৪ নভেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন। এ নিয়ে সুজয়ের প্রতিক্রিয়া, ‘‘গতকাল আমার কাছে একটি চিঠি এসেছে। তাতে বলা হয়েছে, আমি না কি টাকা উধাও করে দিয়েছি। এ জন্য আমাকে আগামী ১৪ নভেম্বর দিল্লিতে আমাকে হাজিরা দিতে বলা হয়েছে।’’ সুজয় জানিয়েছেন, ১৪ তারিখ শিশু দিবস এবং ১৫ নভেম্বর অন্য একটি অনুষ্ঠান আছে তাঁর। তাই এই দু’টি দিন বাদ দিয়ে অন্য দিন যাতে তাঁকে ডাকা হয় সে জন্য তিনি চিঠি লিখবেন ইডিকে। যাবতীয় তথ্য দিয়ে ইডিকে সহযোগিতা করার কথাও জানিয়েছেন সুজয়।

এ নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া অভিযোগ করেছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এই ত্রিস্তরীয় ব্যবস্থার যাঁরা প্রধান তাঁদের উপর এ ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

Advertisement

এ নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি। সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন পুরুলিয়া জেলার গেরুয়াশিবিরের নেতারা। পুরুলিয়ার বিজেপি সভাপতি বিবেক রাঙার পাল্টা প্রশ্ন, ‘‘ওরা সবসময় চক্রান্তের অভিযোগই তুলবে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে যে টাকা পাওয়া গিয়েছে তা কি বিজেপি রেখে এসেছে? ওরা গোটা রাজ্য এবং এই জেলাকে শেষ করে এখন চক্রান্তের অভিযোগ করছে। যেমন কর্ম তেমন ফল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement