Dubrajpur

সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে রাতেই প্রত্যাবর্তন, মহা নাটক বীরভূমে

বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলবদলের খেলা জমে উঠেছে বীরভূম জেলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ১৩:৪৩
Share:

বিজেপি ঘুরে ফের তৃণমূলে যোগ। নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলবদলের খেলা জমে উঠেছে বীরভূম জেলায়। এরই মধ্যে এক মহা-নাটক। সকালে যাঁরা বিজেপি-তে যোগ দিলেন, রাতেই তাঁরা আবার ফিরে এলেন তৃণমূলে। ফিরে বললেন, ‘‘হুমকি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল’’ বৃহস্পতিবারের এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা জমে উঠেছে বীরভূমের দুবরাজপুরে।

Advertisement

বৃহস্পতিবার সকালেই বীরভূমের দুবরাজপুরে ৩৫০টি সংখ্যালঘু পরিবার তৃণমূল ছেড়ে যোগ দেয় বিজেপি-তে। সেই দলে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা রফিকা বিবি ও তাঁর স্বামী। বৃহস্পতিবার তাঁদের হাতে দলীয় পতকা তুলে দিয়েছিলেন বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক উত্তম কুমার রজক। তৃণমূল ছাড়ার পর রফিকা বিবি বলেছিলেন, ‘‘আমি গরিবের স্বার্থে কিছু করতে চাইলে আমাকে গুরুত্ব দিত না। তাই দল ছাড়লাম।’’

সকালে এ রকম বক্তব্য রেখে দল ছাড়ার পর রাতেই রফিকা বিবি ফিরে এলেন তৃণমূলে। স্থানীয় বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি ও দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র তাঁর হাতে ফের জোড়া ফুল পতাকা তুলে দিয়েছেন। তৃণমূলে ফিরে আসার পর রফিকা বিবির অভিযোগ, ‘‘আমাকে হুমকি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জন্য আমি আবার আমার পুরনো দলেই ফিরে এলাম।’’

Advertisement

ঘটনা নিয়ে দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলানাথ মিত্র বলেছেন, ‘‘রফিকা বিবি আমাদের দলেই ছিলেন। আমাদের দলেই আছেন। হুমকি দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। আরও যাঁরা বিজেপি‌তে যোগ দিয়েছেন তাঁরাও তৃণমূলে ফিরতে চান।’’ এ বিষয়ে বিজেপির পক্ষে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement