Death

Suicide: বাড়ি থেকে গামছা নিয়ে উধাও কিশোরী, ঘণ্টা দুয়েক পর যুবকের সঙ্গে মিলল ঝুলন্ত দেহ

মৃতদের নাম বাপ্পা বাউরি (২০)  এবং বর্ষা বাউরি (১৭)। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান প্রণয় ঘটিত কারণে তাঁরা আত্মঘাতী হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৭:৪৮
Share:

যুগলের আত্মহত্যা। প্রতীকী চিত্র।

আবারও যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাঁকুড়ায়। রবিবার দুপুরে বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি গ্রাম লাগোয়া বেড়াথোলের জঙ্গলে এক যুবক এবং এক কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা পুলিশে খবর দেন। ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুগলের দেহ উদ্ধার করে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

মৃতদের নাম বাপ্পা বাউরি (২০) এবং বর্ষা বাউরি (১৭)। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান প্রণয়ঘটিত কারণে তাঁরা আত্মঘাতী হয়েছেন। বাপ্পা এবং বর্ষা বাউরি দু’জনেই ঝাঁটিপাহাড়ির আনন্দবাজার এলাকার বাসিন্দা। বাপ্পা পেশায় শ্রমিক। বর্ষা স্থানীয় ঝাঁটিপাহাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বর্ষার পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অন্যান্য দিনের মতো বর্ষা গৃহশিক্ষকের কাছে গিয়েছিল। সেখান থেকে ফিরে সকাল ১০টা নাগাদ গামছা নিয়ে বাড়ি থেকে বার হয়। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘণ্টা দুয়েক পরে পুলিশ মারফত বর্ষার মৃত্যুর কথা জানতে পারে পরিবার।

পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বর্ষার কাকা দশানন বাউরি বলেন, ‘‘ওদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা আমরা সে ভাবে জানতাম না। ওদের নিজেদের মধ্যে ঝগড়া হওয়ার ফলে এই চরম সিদ্ধান্ত কি না বুঝতে পারছি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement