Bidyut Chakrabarty

শেষ দেখে ছাড়ব! খোলা চিঠিতে শিক্ষক, ছাত্র এবং প্ৰাক্তনীদের আক্রমণ বিশ্বভারতীর উপচার্যের

এ বার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শিক্ষক, অশিক্ষক কর্মচারী, ছাত্র এবং প্রাক্তনীদের হুশিয়ারি দিলেন। ‘অশুভ জোটের শেষ দেখে ছাড়ব’ বলে হুঙ্কার দিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন

বোলপুর শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০২:৩৩
Share:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। —ফাইল চিত্র।

আবারও কড়া সুরে আক্রমণ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। এ বার তিনি শিক্ষক, অশিক্ষক কর্মচারী, ছাত্র এবং প্রাক্তনীদের হুশিয়ারি দিলেন। তাঁদের ‘অশুভ জোটের শেষ দেখে ছাড়ব’ বলে হুঙ্কার দিলেন বিদ্যুৎ। এই মর্মে একটি খোলা চিঠিও লিখেছেন। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে।

Advertisement

কারও নাম না করেই খোলা চিঠিতে বিদ্যুৎ লিখেছেন, “এরা লুকিয়ে আক্রমণ করার পক্ষপাতী। ‌সহজাতভাবে দুর্বল হওয়ার কারণে তাঁরা সমাজমাধ্যমে লুকিয়ে লেখা প্রকাশ করেন, নিজেদের নাম প্রকাশ করতেও ভয় পান। প্রথমে অভব্য ভাষায় আক্রমণ করার চেষ্টা করেন।‌ তার পর পাল্টা আক্রমণের মুখে পড়ার আশঙ্কা দেখলেই নিরাপদ জায়গায় পালিয়ে যান তাঁরা।” তিনি আরও বলেন, “যাঁরা ব্যক্তিগত স্বার্থের জন্য বিশ্ববিদ্যালয়কে শোষণ করার প্রবণতা নিয়ে চলছেন, উপাচার্য হিসেবে আমি তাঁদের শেষ দেখে ছাড়ব।”

চলতি বছরের নভেম্বর মাসে উপাচার্য পদের মেয়াদ শেষ হতে চলেছে বিদ্যুৎ চক্রবর্তীর। তার আগে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করছেন তিনি বলে অভিযোগ। বিশ্বভারতীর বিভিন্ন ছাত্রছাত্রী ও অধ্যাপকদের বিষয়ে বিতর্কিত মন্তব্যের পাশাপশি, অমর্ত্য সেনকে জমি বিতর্কে ক্রমাগত আক্রমণ করেছেন। ধর্মীয় বিষয়েও একাধিক বার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিশ্বভারতীর উপাচার্য। অভিযোগ, উপাচার্য নাম না করেও অধ্যাপকদের একাংশকে ‘অমেরুদণ্ডী’ বলে কটাক্ষ করেছেন। যদিও এই বিতর্কিত মন্তব্যে নিয়ে এখনও পর্যন্ত কোনও প্ৰতিক্রিয়া দিতে চাইনি অধ্যাপক সংঘটন ভিবিউফা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement