Jhalda

Congress Councillor Murder: তপন-খুনে বন্ধুর গোপন জবানবন্দি নিল সিবিআই, খুনের সময় কাউন্সিলরের সঙ্গে ছিলেন সুভাষ

বুধবার বেলা ১১টা নাগাদ পুরুলিয়া জেলা আদালতে পৌঁছন সুভাষ। সেখানে গোপন জবানবন্দি দেন তিনি। এর আগে গোপন জবানবন্দি দেন পূর্ণিমা কান্দু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৪:৪৬
Share:

আদালতে সুভাষ গড়াই। —নিজস্ব চিত্র।

ঝালদা-কাণ্ডে এ বার তপন কান্দুর বন্ধু তথা খুনের প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াইয়ের গোপন জবানবন্দি নিল সিবিআই। তপনের খুনের ঘটনায় এই সুভাষই প্রথম লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ঝালদা থানায়। তার পর থানায় অভিযোগ করেছিলেন তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু।
বুধবার বেলা ১১টা নাগাদ পুরুলিয়া জেলা আদালতে পৌঁছন সুভাষ। সেখানে গোপন জবানবন্দি দেন তিনি। এর আগে এই ঘটনায় গোপন জবানবন্দি দিয়েছিলেন তপনের স্ত্রী। তবে এত দিন সুভাষের গোপন জবানবন্দি নেওয়া হয়নি। এ বার তাঁরও গোপন জবানবন্দি নেওয়া হল। পুরুলিয়া জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের তৃতীয় কক্ষে গোপন জবানবন্দি দেন তিনি।

Advertisement

গত ১৩ মার্চ খুন হয়েছিলেন তপন। সেই সময় তপনের সঙ্গী ছিলেন সুভাষ। প্রায় এক মাস ধরে তপন-হত্যার তদন্ত করছে সিবিআই। প্রায় প্রতি দিনই ঝালদায় সিবিআইয়ের অস্থায়ী শিবিরে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন জনকে তলব করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। মঙ্গলবার ঝালদার এসডিপিও সুব্রত দেবকে ফের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এমনকি ঝাড়খণ্ডেও চালানো হচ্ছে তল্লাশি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement