হাসপাতালে আহত কংগ্রেস প্রার্থীর ছেলে। —নিজস্ব চিত্র।
ভোট দিয়ে বুথ থেকে বেরিয়ে চমকে যান যুবক। তাঁকে ঘিরে ধরেন কয়েক জন। কোনও রকম নিজেকে ছাড়িয়ে দৌড় দেন তিনি। অভিযোগ, পিস্তল হাতে তাঁর পিছু নেন ওই ব্যক্তিরা। এর পর লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। বীরভূমের ময়ূরেশ্বর-২ ব্লকের উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের দুনা গ্রামের ঘটনা। আক্রান্ত ওই পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থীর ছেলে। অভিযুক্ত বিদায়ী পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল প্রার্থীর ছেলে এবং তাঁর দলবল।
কংগ্রেস প্রার্থীর ছেলের অভিযোগ, ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বেরোনোর সময় পিস্তল নিয়ে তাঁকে তাড়া করেন দুষ্কৃতীরা। পালানোর সময় পড়ে গেলে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। শরীরের একাধিক অংশে চোট পেয়েছেন তিনি। জখম ওই যুবক রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে চিকিৎসধীন রয়েছেন।
হাসপাতালের শয্যায় শুয়ে কান্নায় ভেঙে পডে়ন যুবক। কাঁদতে কাঁদতেই বলেন, ‘‘গত বারে পঞ্চায়েত প্রধানের ছেলে এবং তাঁর দলবল এসে আমার ফোন কেড়ে নেয়। ওদের কাছে পিস্তল ছিল। আমাকে যাচ্ছেতাই ভাবে মারধর করেছে। আমার কাছে টাকাপয়সা যা ছিল, সবই নিয়ে নিয়েছে।’’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।