বিধ্বস্ত: দোকানে ভাঙচুরের পরে। কলেজপাড়ায়। নিজস্ব চিত্র
দুই পাড়ার বিবাদে অশান্তি ছড়াল সিউড়ির কলেজপাড়ায়। হল বোমাবাজিও। বুধবার রাতে। পুলিশ জানায়, ওই ঘটনায় আহত এক জন। বৃহস্পতিবার সকালে ওই এলাকার প্রাথমিক স্কুলের কাছে কয়েকটি তাজা বোমা পড়েছিল। তাতেও আতঙ্ক ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সিউড়ির সোনাতোড়পাড়া এবং ফকিরপাড়ার কয়েক জনের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে দু’দলের সংঘর্ষ বাঁধে। বাঁশ, লাঠি নিয়ে একে অন্যের উপরে চড়াও হয়। অভিযোগ, একটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়। এক জনকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই এলাকায় বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ পৌছলে
দুষ্কৃতীরা পালিয়ে যায়। যদিও ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ সূত্রে খবর, সিউড়ি বিদ্যাসাগর কলেজের ‘নিয়ন্ত্রণ’ নিয়ে প্রাক্তন দুই ছাত্রনেতার মধ্যে অশান্তি চলছিল। দুই গোষ্ঠীর মধ্যে বারবার ঝামেলাও হয়। কয়েক দিন আগে কলেজের নবীনবরণ অনুষ্ঠান চলাকালীন ওই দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। সেই অশান্তিই বুধবার রাতে বড় আকার নেয়।