পুরুলিয়ায় মমতা। ছবি: ফেসবুক।
আবারও মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়ায় জেলা তৃণমূলের কর্মিসভায় মমতার দাবি, বিজেপি নেতাদের ঘরে ঘরে সিবিআই ও ইডির যাওয়া উচিত। তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা উচিত। মমতার হুঁশিয়ারি, ২০২৪ সালের ‘নো এন্ট্রি’ হয়ে যাবে বিজেপির।
মমতার দাবি, বিহারে লালুপ্রসাদ যাদব হোক, কিংবা ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, বিরোধীদের দমিয়ে রাখতে কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘মোদীবাবু কখনও লালুপ্রসাদের বাড়ি, কখনও দিল্লিতে আপ নেতা, কখনও হেমন্ত সোরেনের বাড়িতে সিবিআই যাচ্ছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘কাউকে কয়লা, কাউকে গরু পাচার মামলায় কেস দেওয়া হচ্ছে। কয়লা তো কেন্দ্রের অধীনে!’’ আবার, সীমান্ত দিয়ে কেন গরু পাচার হয়, তা নিয়ে বিএসএফকেই দায়ী করেন মমতা। বলেন, ‘‘বিএসএফের ক’জনকে গ্রেফতার করা হয়েছে?’’ এর পরই তাঁর মন্তব্য, ‘‘বিজেপি নেতাদের ঘরে ঘরে ইডি-সিবিআইয়ের যাওয়া উচিত। বিজেপি করলেই সাত খুন মাপ হবে?’’
মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের বিরুদ্ধে বলার মতো ‘হিম্মত’ কারও নেই। প্রতিবাদ তিনিই করতে জানেন। পুরুলিয়ার বিজেপি সাংসদ ও বিধায়করা নিজেদের কেন্দ্রে যান না বলেও অভিযোগ করেন মমতা। জ্বালানি গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।