তপন কান্দু খুনে চার্জশিট জমা। — ফাইল চিত্র
প্রায় ৭০ দিন পর সোমবার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ধৃত পাঁচ জনের নাম রয়েছে ওই চার্জশিটে। চার্জশিট পেশের পাশাপাশি তদন্ত চালিয়ে যাওয়ার আবেদনও করেছে সিবিআই।
গত ১৩ মার্চ বিকেলে তপন খুন হন। এর পর পুরুলিয়া জেলা পুলিশ বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে। কিন্তু আদালত ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তদন্ত ভার পাওয়ার প্রায় ৭০ দিন পর সিবিআই তপন হত্যাকাণ্ডের চার্জশিট জমা দিয়েছে সোমবার, পুরুলিয়া জেলা আদালতে। ওই চার্জশিটে ধৃত পাঁচ জনের নাম রয়েছে। তাঁরা হলেন তপনের দাদা নরেন কান্দু, তপনের ভাইপো দীপক কান্দু, নরেনের পরিচিত আশিক খান, সত্যবান পরামানিক এবং ঝাড়খণ্ডের বাসিন্দা কলেবর সিংহ।
সোমবার আদালতে সিবিআই জানিয়েছে, এখনই তারা তপন হত্যার তদন্ত শেষ করছে না। তারা তদন্ত চালিয়ে যেতে চায়। ফলে এর পর অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সিবিআই যে পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছিল সিট। এক মাত্র নরেনের বন্ধু তথা হোটেল ব্যবসায়ী সত্যবানকে সিবিআই গ্রেফতার করে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ