lavpur

তৃণমূলকে আক্রমণ ভারতীর, রোড শো

ভারতী ঘোষের উপস্থিতিতে পাড়ুইয়ে বিজেপির রোড শোয়ের পাল্টা রোড শো করতে চলেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ০৫:৩৮
Share:

মাঝেরপাড়া স্কুল থেকে লক্ষ্মীতলা , চলছে রোড শো। ছবি: কল্যাণ আচার্য।

নাম না করে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বিঁধলেন অনুব্রত বিজেপি নেত্রী ভারতী ঘোষ। রবিবার লাভপুরের চৌহাট্টা এবং কীর্ণাহারে বিজেপির রাজনৈতিক কর্মসূচি ছিল। মাঝেরপাড়া স্কুল থেকে লক্ষ্মীতলা পর্যন্ত হুডখোলা গাড়িতে রোড শো করেন ভারতী। পাড়ুইয়ে আবার ভারতীর শনিবারের রোড-শোয়ের পাল্টা রোড শো করার কথা ঘোষণা করেছে তৃণমূল।
এ দিন ভারতী অভিযোগ করেন, ‘‘বালি, পাথর, কয়লা জাতীয় সম্পদ। এই সম্পদের রয়্যালটির টাকা চোরাই পথে চলে যাচ্ছে বোলপুরের এক মোটা দাদার কাছে।’’ পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘মনে রাখবেন আমি আইপিএস থেকে এসেছি। অক্সিজেন নেওয়া মোটা দাদার কথায় যে পুলিশ অফিসাররা আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন তাঁরা প্রায়চিত্ত করতে ছুটবেন।’’

Advertisement

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ‘প্রণবদা’ বলে সম্বোধন করে তিনি বলেন, ‘‘এখানে যশস্বী রাজনীতিবিদের জন্মস্থান। লাভপুরের মাটিতে একজন রাবণ থাকে। লাভপুরের মাটিটাকে লঙ্কার মাটিতে পরিণত করেছে।’’ নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। পাশাপাশি ২০১৪ সালে স্থানীয় সুবলপুর গ্রামে গণধর্ষণের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েতকে দায়ি করেন। কীর্ণাহারের লক্ষ্মীতলার সমাবেশে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের দাবি সত্ত্বেও কীর্ণাহারকে পুরসভা ও থানা করতে পারেনি সরকার, স্বাস্থ্যকেন্দ্রেরও বেহাল দশা। এ দিন উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক বিবেক সোনকর, জেলা সভাপতি ধ্রুব সাহা, গদাধর হাজরা, দেবাশিস ওঝা প্রমুখ।

তৃণমূলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ পাল্টা বলেন, ‘‘ভারতী ঘোষ সবে বীরভূমে আসছেন তাই উন্নয়নটা তাঁর চোখে পড়েনি। আমরা বহু হাসপাতাল, কলেজ, আর্ন্তজাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়েছি। কীর্ণাহারেও একে একে সব হবে।’’ বিজেপিকে বিঁধে তাঁর মন্তব্য, ‘‘দুর্নীতি-তোলাবাজিটা বিজেপির একচেটিয়া কারবার। ওদের অনেক লোক কোটি কোটি টাকা মেরে দিয়ে বাইরের দেশে পালিয়েছে।’’

Advertisement

অন্য দিকে, ভারতী ঘোষের উপস্থিতিতে পাড়ুইয়ে বিজেপির রোড শোয়ের পাল্টা রোড শো করতে চলেছে তৃণমূল। শনিবার জেলা বিজেপির আয়োজনে নেতাজি জন্মজয়ন্তী পালনের কর্মসূচি ছিল। সেই উপলক্ষে রোড শোতে যোগ দেন ভারতী। তৃণমূলের অভিযোগ, ওই রোড-শোতে নেতাজির ঠাঁই হয়নি। নেতাজিকে অবমাননা করার অভিযোগ তুলে ২৭ জানুয়ারি পাল্টা রোড শো করার ডাক দিয়েছে তৃণমূল। পাড়ুই বাজার এলাকায় একটি পথসভা করারও কথা রয়েছে তৃণমূলের।

তৃণমূলের পাড়ুইয়ের অঞ্চল সভাপতি সিরাজুল শাহ বলেন, ‘‘নেতাজিকে নিয়ে বিজেপি যে রাজনীতি করছে তা কখনওই মেনে নেওয়া যায় না। আমরা ২৭ জানুয়ারি পথে নেমে এর প্রতিবাদ জানাব।’’ বিজেপির জেলা সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, ‘‘নতুন করে নেতাজি জন্মজয়ন্তী পালন করে তারা কী প্রমাণ করতে চাইছে? মানুষ অত বোকা নন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement