Indian Navy

হাওয়ায় জড়িয়ে গেল প্যারাশুট, আছড়ে পড়লেন ভারতীয় নৌসেনার দুই অফিসার

বৃহস্পতিবারের এই মহড়া দেখতে হাজির হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এ ছাড়াও বহু মানুষ এই মহড়া দেখার জন্য ভিড় জমিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:১৪
Share:

প্যারাশুট জড়িয়ে সমুদ্রে পড়লেন নৌসেনার দুই অফিসার। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বিশাখাপত্তনমে নৌসেনার মহড়া চলছিল। রামকৃষ্ণ সৈকতে ইস্টার্ন ন্যাভাল কম্যান্ডের সেই মহড়া চলাকালীন দুই অফিসার প্যারাশুট নিয়ে আছড়ে পড়লেন সমুদ্রে। যদিও এই ঘটনায় দু’জনের কেউই আহত হননি। সঙ্গে সঙ্গে নৌসৈনার উদ্ধারকারী দল এসে দু’জনকে উদ্ধার করে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে।

Advertisement

সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় দেখা গিয়েছে, সমুদ্রের উপরে দুই অফিসার প্যারাশুট নিয়ে মহড়া দিচ্ছিলেন। আচমকাই তাঁরা পরস্পরের খুব কাছাকাছি চলে আসেন। দু’জনের প্যারাশুট জড়িয়ে যায়। তখন তারা সমুদ্র থেকে ২০০-৩০০ ফুট উপরে।

প্যারাশুট জড়িয়ে যেতেই শূন্যে ওই দুই অফিসার ঘুরপাক থেকে থাকেন। বেশ কিছু ক্ষণ ঘুরপাক খাওয়ার পর প্যারাশুটসমেত দু’জনেই সমুদ্রে আছড়ে পড়েন। কাছেই টহল দিচ্ছিল নৌসেনার একটি নৌকা। দুই অফিসারকে উদ্ধার করে সমুদ্রের পারে নিয়ে আসে। বৃহস্পতিবারের এই মহড়া দেখতে হাজির হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এ ছাড়াও বহু মানুষ এই মহড়া দেখার জন্য ভিড় জমিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement