(বাঁ দিকে) জসপ্রীত বুমরাহ এবং স্যাম কনস্টাসের (ডান দিকে) বিবাদের সেই মুহূর্ত। ছবি: এক্স (টুইটার)।
বর্ডার-গাওস্কর সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে ভারত। সিরিজ়ের শেষ টেস্টের প্রথম ইনিংসে আবার ব্যাটিং ব্যর্থতা। জসপ্রীত বুমরাহের দলকে দেখে অবশ্য বোঝার উপায় নেই। সিডনিতে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করছেন ভারতীয়েরা। প্রথম দিনের শেষ বলে বুমরাহের নেতৃত্বে দেখা গেল ভারতীয় দলের অচেনা চেহারা। অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসকে এক রকম সমঝে দিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সিডনিতে উত্তাপ যে ক্রমশ চড়ছে, তার ইঙ্গিত পাওয়া গেল দিনের শেষ বলে।
অধিনায়ক থাকার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় অস্ট্রেলীয়দের তাঁদের ভাষায় জবাব দেওয়া শুরু করেছিলেন। বুমরাহ সেই রাস্তাই বেছে নিয়েছেন। পারফর্ম করার পাশাপাশি মুখেও পাল্টা দিতে শুরু করেছেন। সে ভাবেই অস্ট্রেলিয়ার ১৯ বছরের ওপেনিং ব্যাটার কনস্টাসকে মাথা নিচু করে মাঠ ছাড়তে বাধ্য করলেন দিনের শেষে।
ঘটনার সূত্রপাত দিনের শেষ বলের আগে। বুমরাহ বল করার জন্য দৌড় শুরু করে দেখেন, প্রস্তুত নন ব্যাটার উসমান খোয়াজা। আম্পায়ার হাত দেখিয়ে বুমরাহকে অপেক্ষা করতে বলেন। বিরক্ত বুমরাহকে কিছু বলতে দেখা যায়। খোয়াজা চুপ থাকলেও কনস্টাস কিছু বলতে শুরু করেন বুমরাহকে। ভারতীয় দলের অধিনায়ককে কিছুটা উত্তেজিত দেখাচ্ছিল তখন। কনস্টাসের আচরণে বিস্মিত দেখায় বিরাট কোহলিকেও। সে সময় এক ধারাভাষ্যকারকে কনস্টাস সম্পর্কে বলতে শোনা যায়, ‘এই বাচ্চা ভয়হীন।’
সিডনিতে উত্তেজনার সেই মুহূর্ত। ছবি: এএফপি।
সিডনির মাঠে কনস্টাসের অপ্রয়োজনীয় মাতব্বরি বুমরাহ শেষ করে দিলেন শেষ বলেই। কনস্টাস তাঁকে উত্তেজিত করার চেষ্টা করলেও মাথা ঠান্ডা রেখে বল করেন তিনি। ফলও পান হাতেনাতে। বুমরাহের বল খোয়াজার ব্যাটের কোনা ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের হাতে। উইকেট নিয়েই ২২ গজের নন স্ট্রাইকিং প্রান্তে থাকা কনস্টাসের দিকে আগ্রাসী ভাবে ছুটে যান বুমরাহ। এগিয়ে গিয়েও নিজেকে দ্রুত সংযত করে নেন তিনি। কনস্টাসের দিকে আগ্রাসী মেজাজে এগিয়ে আসতে দেখা যায় কোহলিকেও। যোগ দেন প্রসিদ্ধ কৃষ্ণও। খোয়াজা তত ক্ষণে সাজঘরের দিকে হাঁটতে শুরু করে দিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের মেজাজ দেখে আর কিছু বলার চেষ্টা করেননি কনস্টাস। যদিও দ্রুত দৌড়ে এসে পরিস্থিতি সামলান রাহুল এবং ওয়াশিংটন সুন্দর। পরিস্থিতি বুঝে মাথা নিচু করে সাজঘরের দিকে এগিয়ে যান কনস্টাস।
মেলবোর্নে অভিষেক টেস্ট থেকেই কনস্টাস মাত্রাতিরিক্ত কথা বলছেন মাঠে। ভারতীয়দের নানা ভাবে বিরক্ত করার চেষ্টা করছেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গেও বিবাদে জড়িয়ে ছিলেন চতুর্থ টেস্টে। সিডনিতেও একই রকম আচরণ করছেন তিনি। প্রতিপক্ষ দলের সিনিয়র ক্রিকেটারদের প্রাপ্য সম্মান দেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে না তাঁর মধ্যে। বুমরাহের সঙ্গে মেলবোর্ন থেকেই পায়ে পা দিয়ে ঝগড়া শুরু করেছিলেন কনস্টাস। প্রথম টেস্ট খেলতে নামা তরুণ ক্রিকেটারের আচরণ দেখেও নিজেকে সামলে রেখেছিলেন বুমরাহ। কিন্তু সিডনিতে নেতৃত্বের দায়িত্ব পাওয়া বুমরাহকে দেখা গেল কিছুটা অচেনা মেজাজে। সৌরভের মতোই অস্ট্রেলীয়দের তাঁদের ভাষাতে জবাব দিতে চাইছেন, যা বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্টে বাড়তি উত্তেজনা যোগ করছে।