জয়দেবে উদ্বোধনের পরেও বন্ধ হয়ে পড়ে আছে বাউল অ্যাকাডেমি। নিজস্ব চিত্র।
গত বছর জয়দেবে বাউল অ্যাকাডেমি উদ্বোধন করা হয়েছিল বেশ ঘটা করে। এখন ফের তা সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তা ছাড়া ইদানীং সেখানে থাকার জন্য সরকারি ভাবে বুকিংও নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দা ও বাউল সম্প্রদায়ের মানুষ।
প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারিতে জয়দেবে এসে বাউল অ্যাকাডেমি গড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ শুরু হয় ২০১৭ সালে। প্রত্যাশা ছিল ২০২০-র জানুয়ারিতেই কাজ শেষ হবে, তবে তা হয়নি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আট কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছিল এই কাজে। বীরভূম জেলা পরিষদের তত্ত্বাবধানে জোর কদমেই এগোচ্ছিল কাজ। কিন্তু গত ২-৩ বছর ধরে অ্যাকাডেমি গড়ার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা এই খাতে কোনও টাকা না পাওয়ার অভিযোগে অ্যাকাডেমি গড়ার কাজের গতি স্লথ হয়ে পড়ে।
২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জেলা সফরে এসে ভার্চুয়াল ভাবে জয়দেব বাউল অ্যাকাডেমির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেইমতো সেখানে একটি স্টুডিয়ো, রেকর্ডিং ব্যবস্থা, সংগৃহীত গান, সিডি, পাণ্ডুলিপি সংরক্ষণের আর্কাইভ, বাউল গান নিয়ে যা কাজ হচ্ছে, তা সংগ্রহে রাখার লাইব্রেরি ও সংগ্রহশালা, ২৫০ আসনের অডিটোরিয়াম, সেখানে থাকার কয়েকটি ঘর, মূল ভবনের বাইরে মুক্তমঞ্চ ইত্যাদি গড়ে তোলা হয়। কিন্তু উদ্বোধনের পরেও ফের কেন সংস্কার করা হচ্ছে বাউল অ্যাকাডেমি, তা নিয়ে শুরু হয় চর্চা। তা হলে কি সম্পূর্ণ কাজ শেষ না করেই উদ্বোধন করা হয়েছিল অ্যাকাডেমি, এমনই নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জয়দেবজুড়ে।
বিষয়টি নিয়ে স্থানীয় তন্ময় দাস বাউল, সঞ্জীব দাস বাউলরা জানান, বাউল দর্শন আর সাধনার কথা মাথায় রেখে অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছিল। কিন্তু তা ফের কেন সংস্কার করা হচ্ছে তা নিয়ে অন্ধকারে রয়েছেন তাঁরা। তাঁরা চান, দ্রুত এই সংস্কার শেষ করে বাউল অ্যাকাডেমি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হোক।
প্রশাসনের এক শীর্ষ কর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে রয়েছে। এ নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবারই জানিয়েছি। আশা করছি, তাড়াতাড়ি সংস্কারের কাজ শেষ করে সেটি খুলে দেওয়া হবে।”