বাঁকুড়ায় দুর্ঘটনার কবলে পড়া যাত্রীবোঝাই বাস। —নিজস্ব চিত্র।
পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার উপরই উল্টে গেল পর্যটকবোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা ১৫ জন পর্যটক। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দপুর থানার বাগডিহার কাছে। আহতদের প্রাথমিক ভাবে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েক জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কলকাতা থেকে ৬৫ জন বাসে চেপে বাঁকুড়ার মুকুটমণিপুর যাচ্ছিলেন। শনিবার সকালে বাসটি বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে বাগডিহার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে কাটাতে গিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনা ঘটতেই স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা ঘটনাস্থলে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় ইন্দপুর থানার পুলিশও। তড়িঘড়ি বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। বাসে থাকা ১৫ জনের শরীরে আঘাত লাগায় তাঁদের নিয়ে যাওয়া হয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আহতদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর থাকায় তাঁদের পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বাসের সব পর্যটকই কলকাতার রুবি এলাকার বাসিন্দা এবং স্থানীয় রিক্সা ইউনিয়নের সদস্য। বাসের যাত্রী পার্বতী নস্কর বলেন, ‘‘এ বছর আমরা কসবা রুবি এলাকার রিক্সা ইউনিয়নের তরফে পিকনিক করব বলে ঠিক করেছিলাম। বাসে যাঁরা ছিলেন তাঁরা সকলেই পুরুষ ও পূর্ণবয়স্ক। দুর্ঘটনা যে ভাবে ঘটেছে তাতে আরও বড় কিছু হতে পারত।’’ বাসে থাকা আর এক যাত্রী তরুণ রানা বলেন, ‘‘বাসটি উল্টে যাওয়ার পর বেশ কিছুটা রাস্তায় ঘষতে থাকে। বেঁচে থাকব ভাবতে পারিনি।’’