মাওবাদী প্রভাবে বন্ধ ছিল ১৩ বছর, আবার পুরুলিয়ায় খুলল বন বিভাগের অফিস

একটা সময় অযোধ্যা পাহাড় এবং সংলগ্ন এলাকা ছিল মাওবাদীদের মুক্তাঞ্চল। ২০১০ সালে এই ঝালদা এলাকাতেই ৭ জন মাওবাদীদের হাতে খুন হয়েছিলেন। বন্ধ হয়ে যায় অফিস-কাছারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ২১:১৮
Share:

আবার খুলল পুরুলিয়ার ঝালদার বন বিভাগের অফিস। —নিজস্ব চিত্র।

মাওবাদী প্রভাবে টানা ১৩ বছর বন্ধ থাকার পর পুনরায় খুলল পুরুলিয়ায় বন দফতরের অফিস। মঙ্গলবার পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের খামার বিট অফিস নতুন করে উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল (দক্ষিণ-পশ্চিম চক্র) মানসরঞ্জন ভট্ট, পুরুলিয়ার ডিএফও দেবাশিস শর্মা প্রমুখ।

Advertisement

দক্ষিণ-পশ্চিম চক্রের মুখ্য বনপালের দাবি, ২০০৯ সাল থেকে বন্ধ ছিল অফিসটি। পুনরায় এই অফিস চালু করতে পেরে তাঁরা খুশি। এতে এলাকাবাসীদের সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘আপাতত ৮ থেকে ১০ জন কর্মী নিয়ে এই বিট অফিস পুনরায় মেরামত করে চালু করা হচ্ছে। এতে এলাকাবাসীকে প্রয়োজনে আর ঝালদা যেতে হবে না। একই সঙ্গে হাতি তাড়ানো এবং নজরদারির কাজে বন বিভাগেরও সুবিধা হবে।

প্রসঙ্গত, একটা সময় অযোধ্যা পাহাড় এবং সংলগ্ন এলাকা ছিল মাওবাদীদের মুক্তাঞ্চল। ২০১০ সালে এই ঝালদা এলাকাতেই মাওবাদীদের হাতে খুন হয়েছিলেন ৭ জন। ২০১১ সালের পর থেকে একটু একটু করে মাও-প্রভাব কমতে থাকে ওই এলাকায়। কোনও মাও নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সাম্প্রতিক অতীতে পুরুলিয়ায় মাওবাদী আক্রমণের কোনও ঘটনাও ঘটেনি। দীর্ঘ দিন বন্ধ থাকার পর কিছু দিন আগে বলরামপুর এলাকায় বন্ধ থাকা একটি বিট অফিস পুনরায় চালু হয়েছে। এ বার ঝালদাতে খামার বিট অফিসও চালু করল বন বিভাগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement