Sastha Sathi

৩ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে মহিলার চিকিৎসার ব্যবস্থা প্রশাসনের

স্বাভাবিক ভাবেই প্রশাসনের এই উদ্যোগে খুশি রিনা এবং তাঁর পরিবার। তাঁরা বিডিও-সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ২৩:১১
Share:

রিনা মুর্মু। নিজস্ব চিত্র।

মাত্র ৩ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করা হল এক মহিলার। আর এর জন্য ওই মহিলা এলাকার বিধায়ক এবং বিডিও-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Advertisement

দিন কয়েক আগে বীরভূমের মহম্মদ বাজার ব্লকের কেন্দ্রপাহাড়ি গ্রামের রিনা মুর্মু নামে এক মহিলার পা ভেঙে যায়। সিউড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান ৪০ হাজার টাকা খরচা হবে।

ওই টাকা খরচ করার সামর্থ ছিল না মহিলার পরিবারের। বৃহস্পতিবার স্থানীয় বিডিও অফিস এবং বিধায়কের দ্বারস্থ হন পরিবারের লোকজন। আর তার ৩ ঘণ্টার মধ্যে রিনার পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন মহম্মদ বাজার ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ।

Advertisement

স্বাভাবিক ভাবেই প্রশাসনের এই উদ্যোগে খুশি রিনা এবং তাঁর পরিবার। তাঁরা বিডিও-সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement