Suicide

Suicide: বাংলা পরীক্ষা খারাপ হয়েছে, বীরভূমে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

পরিবার সূত্রে জানা গিয়েছে,বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদের নয়াগ্রাম ইয়াকুব মণ্ডল উচ্চ বিদ্যালয়ে পড়ত মহিমা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৩:০৯
Share:

আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। প্রতীকী ছবি।

বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার উত্তর রামচন্দ্রপুর গ্রামে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী পরীক্ষার্থীর নাম মহিমা খাতুন। সোমবার তার বাংলা পরীক্ষা ছিল। তার পরিবার সূত্রে জানা গিয়েছে,বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদের নয়াগ্রাম ইয়াকুব মণ্ডল উচ্চ বিদ্যালয়ে পড়ত মহিমা। তার পরীক্ষাকেন্দ্র ছিল স্থানীয় হারুয়া উচ্চ বিদ্যালয়ে। আসাদুল শেখ নামে মহিমার এক আত্মীয়ের কথায়, ‘‘ওর প্রস্তুতি ভাল ছিল না। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে ও খাওয়াদাওয়া করে ও পড়তে বসেছিল নিজের ঘরে। তার পর দেখা যায়, ওই ঘরে গলায় ওড়না বাঁধা অবস্থায় ও ঝুলছে।’’

Advertisement

কিছুক্ষণ পরে বাড়ির লোকজন মহিমাকে ডাকতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর পর তাকে স্থানীয় পাইকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement