Death

Suicide: গাছে ঝুলছে যুগলের দেহ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা বলে অনুমান

সোমবার পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত জামবনির শহরডি এলাকা থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৭:১২
Share:

যুগলের আত্মহত্যা। — প্রতীকী ছবি।

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হল পুরুলিয়ার মানবাজারে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ওই যুগল আত্নহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে।
সোমবার মানবাজার থানার অন্তর্গত জামবনির শহরডি এলাকা থেকে ওই যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। একটি গাছে ঝুলছিল তাঁদের দেহ। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

মৃতদের পরিচয়ও জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, জামবনির শহরডি এলাকার বাসিন্দা বৈদ্যনাথ হাঁসদা (২৮)-র সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বরাবাজার থানার অযোধ্যাডি গ্রামের বাসিন্দার সুস্মিতা সরেন (১৯)-এর। কিন্তু বৈদ্যনাথ বিবাহিত। বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপড়েনে তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement