Murder

বিয়ের এক বছরের মধ্যেই ৭ মাসের অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

এ ঘটনা বীরভূম জেলার পাইকর থানার দরিয়াপুর গ্রামে। মৃতের নাম আবিরা খাতুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৬
Share:

মৃত গৃহবধূ। নিজস্ব চিত্র।

বিয়ের ১ বছর পেরয়নি। নববধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থাতেই গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনা বীরভূম জেলার পাইকর থানার দরিয়াপুর গ্রামে। মৃতের নাম আবিরা খাতুন।

Advertisement

গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মেয়ের বাড়ির লোকজন তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে দেখতে পান, বিছানার উপর আবিরা খাতুনের মৃতদেহ বিস্রস্ত ভাবে পড়ে রয়েছে। মৃতার পরিবারের দাবি, শ্বাসরোধ করে খুন করা হয়েছে আবিরা খাতুনকে। বিষয়টি জানিয়ে পাইকর থানায় অভিযোগ জানিয়েছেন মৃতার পরিবার। দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাইকর থানার পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement