Anubrata Mondal

অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ১০ কোটি! উৎস সন্ধানে ব্যাঙ্ককর্মীকে ডাকল সিবিআই

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী দিনেও বেশ কয়েক জন ব্যাঙ্ক আধিকারিককে ডেকে পাঠানো হবে। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টের নথিও চাওয়া হবে তাঁদের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২২:৫৬
Share:

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি।

অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণে নগদ অর্থ জমা পড়েছে, তার উৎস অনুসন্ধান করছে সিবিআই। সেই সূত্রেই বুধবার বীরভূমের একটি বেসরকারি ব্যাঙ্ক সংস্থার এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী দিনেও বেশ কয়েক জন ব্যাঙ্ক আধিকারিককে ডেকে পাঠানো হবে। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টের নথিও চাওয়া হবে তাঁদের কাছে।

Advertisement

ব্যাঙ্কে নগদ অর্থ কোথা থেকে এল, কারা পাঠাল, তা তদন্ত করে দেখতে বোলপুরের এসেছিলেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় বোলপুরে গোয়েন্দাদের অস্থায়ী শিবিরে ডেকে পাঠানো হয় ওই ব্যাঙ্ক আধিকারিককে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, কারা অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন? কী ভাবে ওই টাকা জমা করা হয়েছে?

গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের ‘নামে-বেনামে’ বিপুল সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই। আদালতে তেমনটাই দাবি করেছে তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ সব মিলিয়ে অন্তত ১০ কোটি টাকা জমা পড়েছে। কত বারে ওই টাকা জমা পড়েছে, তা-ও জানতে চাওয়া হয় ওই ব্যাঙ্ক আধিকারিকের কাছে। এমনটাই দাবি সিবিআইয়ের ওই সূত্রটির। তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারও একই কারণে আরও কয়েক জন ব্যাঙ্ককর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement