মণিপুর-কাণ্ডে রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ —নিজস্ব চিত্র।
মণিপুরে হিংসার তাণ্ডব এবং নারী নির্যাতনের ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সংসদে বিবৃতি দিচ্ছেন না, এই প্রশ্ন তুলে ফের শহরে বিক্ষোভে নামল কংগ্রেস। মণিপুর নিয়ে কেন্দ্র এবং সে রাজ্যের বিজেপি সরকারের ভূমিকার প্রতিবাদে মঙ্গলবার রাজভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল মধ্য কলকাতা জেলা কংগ্রেস। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে কংগ্রেস কর্মী-সমর্থকদের। প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, সৌম্য আইচ রায়, তপন আগরওয়াল, দলের মধ্য কলকাতা জেলা সভাপতি সুমন পাল, উত্তর কলকাতার সভাপতি রানা রায়চৌধুরী-সহ ৫০ জনের বেশি কর্মী-সমর্থকদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। সন্ধ্যায় তাঁদের সেন্ট্রাল লক-আপ থেকে মুক্তি দেওয়া হয়। মণিপুর নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে কেন তৃণমূল সরকারের পুলিশের রোষে পড়তে হবে, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা। একই দিনে ময়দানে গান্ধী মূর্তির নীচে অবস্থান-বিক্ষোভ করেছে আম আদমি পার্টি (আপ)। মণিপুরে মহিলাদের উপরে নির্যাতন এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের পাশাপাশি ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলেছে তারা। আপের রাজ্য মুখপাত্র অর্ণব মৈত্রের বক্তব্য, ‘‘মণিপুর জ্বলছে ৯০ দিন ধরে। অথচ দেশের প্রধানমন্ত্রী এই নিয়ে নীরব!’’