শহরে এসএফআইয়ের মিছিল। —নিজস্ব চিত্র।
ইজ়রায়েল-প্যালেস্টাইন রক্তক্ষয়ী সংঘর্ষের বিরোধিতায় এবং শান্তির পক্ষে কলকাতায় শুরু হয়ে গিয়েছে পথে নামা। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের কলকাতা জেলা কমিটি শুক্রবার শহরে মিছিলের ডাক দিয়েছিল। সেই মিছিলের অন্যতম বিষয় ছিল যুদ্ধ বিরোধিতা এবং শান্তির দাবি। এর আগে বিজেপি-তৃণমূলের শিক্ষানীতির বিরোধিতা ও অবিলম্বে স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে ২০টি জেলায় মিছিল, সমাবেশ করেছে এসএফআই। সেই দাবির সঙ্গেই ইজ়রায়েল-প্যালেস্টাইনের প্রশ্ন জুড়ে কলকাতায় পুজোর আগে এ দিনই ছিল তাদের শেষ কর্মসূচি। মোট ২৩টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছুঁয়ে কলেজ স্ট্রিটে মিছিল শেষ হয়, তার পরে সভা। মিছিলে ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, কলকাতার মহম্মদ আতিফ, দেবাঞ্জন দে প্রমুখ। সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও) আগের দিনই কলকাতায় মিছিল করেছে। তাদের দাবি ছিল, অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের সমাধানসূত্র মেনে দুই দেশের সংঘর্ষে ইতি টানতে হবে। সেই সঙ্গে প্যালেস্টাইনের স্বীকৃতি এবং ইজ়রায়েলকে গণহত্যা বন্ধ করতে হবে বলেও দাবি তুলেছে তারা। শান্তির পক্ষে কলকাতায় রাজাবাজর থেকে এন্টালির রামলীলা ময়দান পর্যন্ত রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে মিছিলের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দও।