bus fare

Bus Fare: ভাড়া কমানোর দাবিতে প্রতিবাদ এসইউসি-র

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৩:৪৬
Share:

পরিবহন দফতরে দাবি জানাতে এসইউসি প্রতিনিধিরা নিজস্ব চিত্র।

সরকারি কোনও ঘোষণা ছাড়াই যে ভাবে দ্বিগুণেরও বেশি বাসের ভাড়া নেওয়া হচ্ছে, তার প্রতিবাদে ফের সরব হল এসইউসি। প্রতিবাদের পাশাপাশি বাসভাড়া নিয়ন্ত্রণের দাবি পরিবহণ দফতরের কাছেও জানিয়েছে তারা। পরিবহণমন্ত্রীর অনুপস্থিতিতে মঙ্গলবার পরিবহণ দফতরের আধিকারিকের কাছে দাবিপত্র দিয়েছেন এসইউসি নেতারা। উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ এবং নিহত ও আহত কৃষকদের ক্ষতিপূরণের দাবিও তুলেছে এসইউসি। প্রতিবাদ দিবসে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এই দাবিগুলির ভিত্তিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement