প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রেমিকের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আট বছরের প্রেমের পরেও তাঁদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। অন্য মহিলার সঙ্গে প্রেমিকের বিয়ে ঠিক করা হয়েছে। বিদায় জানাতে এসে তাই রাগে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিলেন তরুণী! তাঁকে গ্রেফতার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবক।
উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ঘটনা। সিভিল লাইনস্ থানা এলাকায় একটি হোটেলে রবিবার যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তরুণী। ধারালো অস্ত্র দিয়ে তিনি প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, গত আট বছর ধরে যুগলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু যুবকের পরিবার তাঁদের এই সম্পর্কে সায় দেয়নি। সম্প্রতি তারা অন্য পাত্রীর সঙ্গে যুবকের বিয়ে স্থির করেন। পরিবারের সিদ্ধান্ত মেনে নেন যুবকও।
পুলিশ সূত্রে খবর, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর প্রেমিকার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন যুবক। সেই উদ্দেশ্যেই রবিবার হোটেলে ডেকেছিলেন তরুণীকে। কিন্তু তাঁদের মধ্যে বচসা হয়। রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে যুবককে আক্রমণ করেন তরুণী। কেটে নেন তাঁর পুরুষাঙ্গ।
ঘটনার কথা জানাজানি হওয়ার পর পুলিশ পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তরুণীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছেন তদন্তকারীরা।