Delhi Gang Rape

Protest: ধর্ষণের প্রতিবাদে

রাষ্ট্রশক্তি কেন মুখে কুলুপ এঁটেছে, সেই প্রশ্ন তুলে শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রতিবাদের ডাক দিয়েছিল কলকাতা জেলা ছাত্র পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৭:২৬
Share:

দিল্লির ধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় ছাত্র পরিষদের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

দিল্লিতে ৯ বছরের কিশোরীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদ হল এই শহরের পথে। এমন মর্মান্তিক ঘটনার পরেও রাষ্ট্রশক্তি কেন মুখে কুলুপ এঁটেছে, সেই প্রশ্ন তুলে শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রতিবাদের ডাক দিয়েছিল কলকাতা জেলা ছাত্র পরিষদ। সেই প্রতিবাদে শামিল হয়েছিলেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, রোহন মিত্র। ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা। দিল্লিতে ওই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাহুল গাঁধী। যে কোনও জায়গায় এমন ঘটনা ঘটলেই তাঁরা প্রতিবাদে নামবেন বলে জানান কলকাতা জেলা ছাত্র পরিষদের নেতা-কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement