Election Commission

নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে, ফের রাজ্যে আসছেন কমিশন কর্তা

রাজ্যের মু্খ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, তিনি আগামী ১১ এবং ১২ জানুয়ারি রাজ্য সফরে আসার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ২২:১১
Share:

সুদীপ জৈন। ফাইল চিত্র।

হাতে আর বেশি দিন বাকি নেই। ভোট-প্রস্তুতি নিয়ে তৎপরতা বেড়েছে নির্বাচন কমিশনের। এরই মধ্যে ফের রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বিধানসভা ভোটের আগে প্রস্তুতি বৈঠকে বেশ কিছু নির্দেশিকা দিতে পারেন সুদীপ। ভোটের আগে এ নিয়ে দ্বিতীয় বার সফরে রাজ্যে আসছেন তিনি। গত ডিসেম্বরের শেষে দক্ষিণ এবং উত্তরবঙ্গ সফরে এসেছিলেন উপনির্বাচন কমিশনার। পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। ভোটের সময় কোভিড বিধি মেনে যাতে সুষ্ঠভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, সে বিষয়ে ফের প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন তিনি।

Advertisement

রাজ্যের মু্খ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, তিনি আগামী ১২ এবং ১৩ জানুয়ারি রাজ্য সফরে আসার কথা। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটকেন্দ্র ছিল প্রায় ৭৮ হাজার। ভিড় ও সংক্রমণ এড়াতে আরও ২৮ হাজার বুথ বাড়াতে পারে কমিশন। ভোট প্রস্তুতির নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ইতিমধ্যে প্রথম দফায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) আরিজ আফতাব-সহ পদস্থ আধিকারিকেরা ছিলেন ওই বৈঠকে। ঝুঁকিপূর্ণ বুথের ম্যাপিং শেষ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement